Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

কার্যকর উদ্দেশ্য:

১। গভীর নলকূপ চালু রাখা এবং স্খীমভূক্ত কৃষক পর্যায়ে সেচ প্রদানের মাধ্যমে সেচ সেবা নিশ্চিত করন ও রক্ষনাবেক্ষণ করণ

২। গভীর ণলকূপগুলিতে প্রি-পেইড মিটার স্থাপন এবং প্রি-পেইড কার্ডের মাধ্যমে ডিজিটালাইজেশন।

৩। সেচ সংক্রান্ত উদ্ভুত যে কোন সমস্যার জন্য কাল বিলম্ব না করে সম্ভব স্বল্পতম সময়ে তা সমাধান করা।

৪। বিদ্যুৎ প্রাপ্তি ও ভোল্টেজ সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ এবং সমস্যা সমাধানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত যোগাযোগ রক্ষা করবে।

৫। গভীর নলকূপ পরিচালনার জন্য অপারেটর তাছাড়া মোবাইল ভেন্ডিং ডিলার নিয়োগের মাধ্যমে বেকারত্ব দূরী করণ।

৬। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য আনয়নের লক্ষ্যে বনায়নের মাধ্যমে বৃক্ষরোপনের ব্যবস্থা গ্রহন ও গ্রামীন জনগোষ্টির কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা।

৭। খাস খাল ও পুকুর পূনঃ খনন এবং খালে ক্রসড্যাম নির্মানের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করতঃ খালের দুধারে ও পুকুর পাড়ে বনায়ন সৃষ্টি ও সেচাবাদ নিশ্চিত এবং মৎস্য চাষের মাধ্যমে গ্রামীণ কৃষকের প্রটিনের অভাব পূরণ করণ।

৮। কর্তৃপক্ষের সেচের গভীর নলকূপ হতে পানীয় জল সরবরাহের স্থাপনা তৈরী করণ এবং তা গ্রামীণ জনপদে বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করণ।

৯। গ্রামীণ পাকা সড়ক নির্মাণের মাধ্যমে গ্রামীণ জনগণের সহজ যোগাযোগের ব্যবস্থার উন্নয়ন এবং উৎপাদিত ফসল সহজে বিক্রির জন্য বিভিন্ন যৌথ সেন্টারে পরিবহনের ব্যবস্থা করণ।

১০। উন্নত বীজ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করণ এবং ফসল বৈচিত্র করণের যথাযথ পরামর্শ কৃষক পর্যায়ে প্রদান।

১১। গ্রামীণ কৃষকগনকে আধুনিক চাষাবাদের কলাকৈশল, সেচের পানি কম ব্যবহার করে চাষাবাদের পদ্ধতি, ভূ-গর্ভস্থ পানির কম ব্যবহার নিরুৎসাহিত করণ, ভূ-পরিস্থ পানির ব্যবহারে উৎপাদন কলাকৈশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান।