Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মিশন ও ভিশন

 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মিশন :

সেচযন্ত্রের মাধ্যমে সেচ প্রদান, সেচযন্ত্রে বৈুদ্যতিক লাইন সংযোগের জন্য বৈদ্যুতিক লাইন নির্মান, তাছাড়া রাস্তা নির্মাণ করে গ্রাম্য যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন করে গ্রামের শষ্য সহ মালামাল বাজার জাত করনে সুবিধা সৃষ্টি কৃষকের জীবন মান উন্নত তথাদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে খাদ্যে সয়ংসম্পূন্নতা অর্জনে সহায়তা করা। বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ঠিক রাখায় অবদান, বৃষ্টির পানি সংরক্ষনের মাধ্যমে মাটির নীচের জল স্তরের উপর চাপ কমানো।  কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন,  পরিচালন ব্যবস্থা উন্নীতকরণ এবং স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচনে অনুঘটক হিসেবে কাজ করা।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের  ভিশন :

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কৃষকের অর্থ সমাজিম উন্নয়ন তথা দেশের খাদ্যের উন্নয়নের মাধ্যমে দেশ তথা সরকারেকে সহায়তা এবং সেজন্য কার্যকরভাবে নিম্নোক্ত পরষ্পরসম্পর্কীত ও সহায়ক কার্যক্রমসমূহ বাস্তবায়নে ভূমিকা পালন করবে:

১) সামাজিক ও পরিবেশগত উন্নয়নের মাধ্যমে পরিবহন, কৃষি, সেচ ও পানি সম্পদ উন্নয়ন, বৃক্ষ রোপন তথা রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় কাজ করবে।

২) কৃষকদেরকে প্রশিক্ষনের মাধ্যমে তাদেরকে আদর্শ কৃষক হিসাবে গড়ে তোলা এবং ফসলের মান তথা ফলন বৃদ্ধির জন্য গবেষনা মূলক ব্যবস্থাপনা গ্রহন করা।